• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন ভোটের মাঠে সম্ভাব্য এক ডজনের বেশি প্রার্থী

  • ''
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২৪

পটুয়াখালী প্রতিনিধি:

আসছে ২৯ মে অনুষ্ঠাতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক ডজনের বেশী সম্ভাব্য প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা রাত-দিন হাট বাজারে, গ্রামে- গঞ্জে ও বাড়িবাড়ি গিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দোয়া ও ভোট কামনা করছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী ১৮ এপ্রিল তফশিল ঘোষণা মোতাবেক পটুয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন ২৯ মে বুধবার। এ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহণ ২৯ মে বুধবার।

উক্ত নির্বাচনে এ রিপোর্ট লেখা পর্যন্ত একডজন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে দোয়া ও ভোট চাচ্ছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা মোঃ রেজাউল করিম সোয়েব, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মনির খান) ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (কালাম মৃধা), ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ আফজাল সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাসান সিকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় বণিক সুমন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান মহিলা ভাইস সোহানা হোসেন মিকি, জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোসাঃ নাসিমা আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার শিমুল ও ফৌজিয়া ইয়াসমিন। এ উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়ন মোট ভোটার ২,৯৫,১৪৬ জন রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads